নয় বছর কোচিং করিয়ে গত মৌসুমে লিভারপুলের দায়িত্ব ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ। মার্সিসাইডের ক্লাব অধ্যায় তার কোচিং ক্যারিয়ারে যোগ করেছে ভিন্ন মাত্রা। এখন অবসরের আগে জার্মানি জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের কোচিং করানোর স্বপ্ন দেখেন ক্লপ। এমনটাই জানিয়েছেন তার বন্ধু এবং সাবেক সতীর্থ মিরোস্লাভ তানজগা।
ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদ, দুই দলের জন্যই কোচ ইস্যুটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাতেই এই দুই দলের সঙ্গে জড়িয়ে গেছে ইয়ুর্গেন ক্লপের নাম। বেশ কিছু গণমাধ্যমের দাবি, ব্রাজিল কিংবা রিয়ালের কোচ হতে পারেন জার্মান মাস্টারমাইন্ড। যদিও সে সম্ভাবনাকে উড়িয়ে দিলেন ক্লপের এজেন্ট মার্ক কোসিক। জানিয়েছেন, বর্তম